চলমান সংবাদ

মহেশখালীতে ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ বাস্তবায়ন করতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

বিদেশ ও জ্বীবাশ্ম জ্বালানী নির্ভর এলএনজি ভিত্তিক জ্বালানী পরিকল্পনা বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানী নির্ভর মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন, অবিলম্বে কয়লাসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা, প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু- বিপদাপন্নদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য বাংলাদেশকে সহায়তা করা, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে এনে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবিতে গত  ২০ সেপ্টেম্বর বুধবার মহেশখালীতে বেসরকারি উন্নয়ন সংশপ্তক, ক্লিন ও বাংলাদেশ বৈদেশিক দেনা কর্ম জোট (বিডব্লিউজিইডি) এর আয়োজনে এবং পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালী এর সহযোগীতায় গণমাধ্যম কর্মীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় উদ্যোক্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি, বিজয় টিভি এবং দৈনিক পূর্বকোন এর মহেশখালী প্রতিনিধি মোঃ হোবাইব সজীব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক, বন্দর নিউজের মফস্বল সম্পাদক নুরুল কদির, দৈনিক কক্সবাজার বার্তার মহেশখালী প্রতিনিধি ইয়াছিন আরাফাত, দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি আকতার মিয়া, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি ইমরান নাজির,বেসরকারি উন্নয়ন  সংস্থা সংশপ্তক এর ম্যানেজার মাহবুব  আলম হান্নান, এনামুল করিম, মোহাস্মদ সিফাত, ছশিফাত, কানু, আজম, আব্দুল্লাহ প্রমূখ।

গোলটেবিল বৈঠকে বক্তারা এলএনজি ভিত্তিক সকল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালনী ব্যবহার নিশ্চিত করতে জোর দাবী জানান। একই সাথে মহেশখালীর পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে পরিবেশ বান্ধব জ্বালানী ব্যবহারেরও দাবী জানান ।