চলমান সংবাদ

মহিলা পরিষদের সিডও দিবস পালন

-অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনের দাবি

সিডও দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আন্দোলন উপ পরিষদ এর উদ্যোগে এক আলোচনা সভা গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  সংগঠনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেলী দের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সিতারা শামীম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সোহেল লুৎফুল্ হাসান, চাটগাঁর বাণীর চিফ এডিটর সাংবাদিক জনাব মোহাম্মদ ইউসুফ, এডভোকেট তরুন কান্তি বিশ্বাস, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বণিক, এডভোকেট সেকান্দার চৌধুরী,পটিয়া উপজেলার জনপ্রতিনিধি শীলা দাশ। জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক অধ্যাপক পূর্বা দাশ, আন্দোলন সম্পাদক জেসিন্তা ডায়েস, প্রশিক্ষণ সম্পাদক সুলেখা পাল, সমাজ কল্যাণ সম্পাদক স্বপ্না বড়ূয়া, সদস্য চিন্ময়ী ঘোষ, মদিনা বেগম ও অন্যান্য সদস্য বোনেরা।
সভায় সিডও সনদের মূল চেতনাকে ধারণ করে অভিন্ন পারিবারিক আইন নারীর প্রতি সকল বৈষম্য রোধ করার জোর দাবি জানানো হয়।