চলমান সংবাদ

ভারতে মারাত্মক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ হতাহত

দুর্ঘটনাকবলিত ট্রেনগুলোর একটি হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল

দুর্ঘটনাকবলিত ট্রেনগুলোর একটি হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল

পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে ‌একাধিক ট্রেনের পরস্পরের সাথে ধাক্কা লেগে বহু যাত্রী নিহত এবং অন্তত কয়েকশ’ আহত হয়েছে ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএফপি-র খবরে নিহতের সংখ্যা অন্তত ৩০ জন বলে উল্লেখ করা হয় ।

এসব খবরে আহতের সংখ্যা ২০০-র বেশি বলে জানানো হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন দমকল কর্মকর্তা সুধাংশু সারঙ্গি । ওড়িশা রাজ্যের বালাসোরে স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে মোট তিনটি ট্রেন দুর্ঘটনায় পড়ে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

করমন্ডল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন – যা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার নিকটবর্তী শালিমার থেকে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই যাচ্ছিল – সেটির সাথে প্রথমে একটি মালবাহী ট্রেনের ধাক্কা লাগে এবং কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে পাশের লাইনের ওপর পড়ে ।

এর পর উল্টো দিক থেকে আসা আরেকটি বেঙ্গালুরু থেকে হাওড়াগামী যাত্রীবাহী ট্রেন সেই লাইনচ্যূত বগিগুলোতে আঘাত করে।

দুর্ঘটনায় বহু লোক হতাহত হয়েছে বলে প্রাথমিক খবরে বলা হচ্ছে
দুর্ঘটনায় বহু লোক হতাহত হয়েছে বলে প্রাথমিক খবরে বলা হচ্ছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ দুর্ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে ।

বালাসোরে অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ওড়িশা রাজ্যের মুখ্যসচিব বিবিসি হিন্দিকে জানিয়েছেন ১৩২ জন আহত লোককে গোপালপুর হাসপাতালে এবং অন্য ৪৭ জনকে বালাসোরে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ রূপি করে দেয়া হবে।

# সূত্রঃ বিবিসি বাংলা