চলমান সংবাদ

প্যারিসে মে দিবসের মিছিলে বাংলাদেশ যুব ইউনিয়ন-ফ্রান্স সংসদের সংহতি

শ্রমিকদের নায্য মজুরি প্রদানের দাবির মধ্য দিয়ে প্যারিসে অনুষ্ঠিত মে দিবসের মিছিলে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন-ফ্রান্স সংসদ।
সোমবার দিবসটি উদযাপন উপলক্ষে ফ্রান্সের প্যারিস শহরে আয়োজিত লাখো জনতার এই মিছিলে শত শত সংগঠন অংশগ্রহণ করে, শ্রমিকের ন্যায্য দাবি নিয়ে তারা প্যারিসের রাজপথ প্রকম্পিত করেন।

শোষণহীন-বৈষম্যহীণ, মুক্ত মানুষের মুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদ সেই মিছিলে যোগদান করে। এসময়  উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক, কমরেড আহম্মেদ আলী দুলাল, পার্টির সদস্য ও বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সাবেক সভাপতি কমরেড রমেন্দ্র কুমার চন্দ, সদস্য কমরেড জহির হোসেন ভূইয়া ও কমরেড মিজানুর রহমান লাভলু, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক বাবলু হোসেন, সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সবুজ,কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সদস্য তানভীর সরকার শাওন প্রমুখ। মিছিলটি প্যারিসের রিপাবলিক চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।