চলমান সংবাদ

কবি, শিক্ষক সেলিনা শেলীর চাকুরিচ্যুতির নিন্দা ও প্রতিবাদ উদীচীর

-ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি

ফেসবুকে দেয়া একটি হাস্যরসাত্মক পোস্টকে কেন্দ্র করে কবি, লেখক এবং শিক্ষক সেলিনা শেলী-এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ এবং তাকে তার কর্মস্থলে পদচ্যুতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অতীতেও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার মতো এমন অনেক ঘটনা দেখা গেছে। যা একটি স্বাধীন রাষ্ট্রে কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে উদীচী নেতৃবৃন্দ বলেন, সেলিনা শেলী দেশের পরিচিত একজন কবি এবং চট্টগ্রাম বন্দর কলেজের শিক্ষক। মঙ্গল শোভাযাত্রা নিয়ে সাম্প্রদায়িক, ধর্মান্ধ গোষ্ঠী যে বিতর্ক তৈরি করে তার পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুকে একটি হাস্যরসাত্মক পোস্ট দেন। এর পরপরই তাকে অভিযুক্ত করে চাকুরি থেকে সাসপেন্ড করা হয়। এধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরুপ বলে মনে করে উদীচী। অবিলম্বে সেলিনা শেলীকে স্বপদে বহালের দাবি জানান তারা। এর আগেও বিভিন্ন সময় ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষক, ছাত্র, সংস্কৃতি কর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে হয়রানির শিকার হতে দেখা গেছে মন্তব্য করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বাতিলের দাবিও জানান উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
১৭ এপ্রিল, ২০২৩