চলমান সংবাদ

জাহাজ ভাঙ্গা শ্রমিকদের ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস প্রদানের আহ্বান

আজ সকাল ১১টায় বিলস-এলআরএসসি’র কনফারেন্স রুমে জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শ্রমিকনেতা তপন দত্তের সভাপতিত্বে এবং ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বিলস এর কর্মকর্তা পাহাড়ি ভট্টাচার্য, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আবসার, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, মোঃ মানিক এবং মোঃ ইদ্রিছ প্রমুখ।

সভায় জাহাজ ভাঙ্গা শ্রমিকদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উৎসব বোনাস এবং এপ্রিল মাসের মজুরি ২০ রমাজনের মধ্যে প্রদান করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং স্থায়ী সমাধানকল্পে শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।