অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

গ্রেফতারকৃতরা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন, আমানুল হক (২৪), সুজন চৌধুরী (২৭), মো. বাপ্পি মিয়া (২৫), মো. রাশেদ (২১) ও মো. হৃদয় ।সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে নগরের ওয়াসা মোড় থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য মাইক্রোবাস নিয়ে অবস্থান করছিল। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পাশাপাশি অপহরণের শিকার আব্দুল মতিনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।