চলমান সংবাদ

আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল৷ তিনি পর পর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন৷ সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই৷

ক্ষমতাসীন আওয়ামী লীগ এরইমধ্যে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য প্রার্থী নিয়ে ভাবছে৷ আর সংসদে অন্য কোনো দল প্রার্থী দেবে এমন কোনো আলোচনা নেই৷ আবদুল হামিদ বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি৷

সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের কোনো নাগরিক তার জীবনে দুইবারই রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন৷ এটা পর পর বা যে কোনো সময়ে৷ দুই বারের বেশি রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই৷ আবদুল হামিদকে ফের রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে সংবিধান সংশোধন করতে হবে৷ আইনমন্ত্রী আনিসুল হক এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, সংবিধান সংশোধন করার কোনো ইচ্ছা এই সরকারের নাই৷ তারা রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য লোক খুঁজছেন৷

রাষ্ট্রপতির মেয়াদ হলো নির্বাচিত হওয়ার সময় থেকে পাঁচ বছর৷ এর আগে সরকার পরিবর্তন হলেও সংবিধানের বিধান অনুযায়ী তিনিই রাষ্ট্রপতি থাকবেন৷ আর তার উত্তরসূরী দায়িত্ব না পর্যন্ত তিনিই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন৷

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে৷ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে৷ তারাই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে৷ রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান শেষ করতে হবে৷ তবে, যে সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, ওই সংসদের মেয়াদে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রয়োজন পড়বে না৷ আর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রথম বৈঠকের দিন থেকে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে পদ শূন্য হলে শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে৷

রাষ্ট্রপদি পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য হতে হয়না৷ তবে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন প্রস্তাবক ও একজন সমর্থক লাগে৷ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন৷

সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি-

(ক) পঁয়ত্রিশ বছরের কম বয়স্ক হন; অথবা

(খ) সংসদ-সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা

(গ) কখনো সংবিধানের অধীন অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন৷

আওয়ামী লীগ ছাড়া আর কোনে দল প্রার্থী দেবেনা

জাতীয় সংসদে সংরক্ষিত আসনসহ মোট আসন ৩৫০টি৷ আওয়ামী লীগের মোট আসন ৩০২টি, জাতীয় পার্টির ২৬, বিএনপির সাত জন পদত্যাগ করায় তাদের কোনো প্রতিনিধিত্ব নেই, গণফোরামের দুইটি এবং স্বতন্ত্র তিনটি আসন৷ সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্রদের রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়ার সুযোগ আছে৷ এ বিষয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, ‘‘আমাদের প্রার্থী দিয়ে কী লাভ? সংসদে আমাদের ভোট আছে দুইটি৷ এখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই৷ প্রার্থী দেয়ার জন্য প্রার্থী দেয়ার কোনো মানে হয়না৷”

জাতীয় পার্টিও রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেবেনা বলে জানা গেছে

আর সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘‘এখানে সংসদে অন্যদল প্রার্থী দিয়ে কী করবে? গোপন ব্যালটে ভোট হলেও তো সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিংয়ের কোনো সুযোগ নেই৷”

রাষ্ট্রপতি পদের গুরুত্ব

বাংলাদেশে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও তার তেমন কোনো নির্বাহী ক্ষমতা নাই৷ এটা একটি অলংকারিক পদ৷ তিনি সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর পরামর্শেই কাজ করবেন৷  সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি পরামর্শ করতে বাধ্য নন৷

মোকাব্বির খান বলেন, ‘‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা জরুরি৷  সাবেক রাষ্ট্রপতিরাই তো বলেছেন রাষ্ট্রপতির মাজার জিয়ারত ছাড়া কোনো কাজ নাই৷”

তার কথা, ‘‘সংবিধান সংশোধন করে শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাই যথেষ্ঠ নয়৷ প্রধানমন্ত্রীর মেয়াদও একজনের জন্য সর্বোচ্চ দুইবার করা উচিত৷”

মনজিল মোরসেদ বলেন, ‘‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভরসাম্য এবং প্রধানমন্ত্রীও দুই মেয়াদের বেশি নয়- এই আলোচনা অনেক দিনের৷

কিন্তু করবে কে?”

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে৷ আর সংবিধানও সংশোধন করা হবেনা৷ ফলে আবদুল হামিদের পর নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী খুঁজছে আওয়ামী লীগ৷ এরইমধ্যে নানা সূত্রের বরাত দিয়ে সম্ভাব্য বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকার কথা বলা হচ্ছে৷ তাদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে৷

আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কে হবেন আওয়ামী লীগের পরবর্তী রাষ্ট্রপতি পদ প্রার্থী এটা প্রধামন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন৷ এটা নিয়ে অন্য কারোর কোনো মন্তব্য করার সুযোগ নেই৷ কেউ মন্তব্য করতে রাজিও হননি৷

২০১৩ সালের ২৪ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন৷ এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি৷ আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দুই বার দায়িত্ব পালন করেন৷ তিনিই একমাত্র ব্যক্তি যিনি টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন৷

# হারুন উর রশীদ স্বপন ঢাকা, ডয়চে ভেলে #