চলমান সংবাদ

চট্টগ্রামের ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ট্যাক্স কার্ড

জাতীয় পর্যায়ে ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা। ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২ টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরমধ্যে চট্টগ্রাম থেকে ট্যাক্স কার্ড পাচ্ছে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

জ্বালানি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে কর দেওয়া আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। তৈরি পোশাক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সিইপিজেডের ইউনিভার্সেল জিন্স লিমিটেড ও প্যাসিফিক জিন্স লিমিটেড। প্রতিষ্ঠান দুটি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে কর দেয়।

এছাড়া অন্যান্য করদাতা শ্রেণিতে ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সার্সন রোডের এসএন কর্পোরেশন। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে কর দেয়। এছাড়া বিশেষ শ্রেণির তরুণ ক্যাটাগরিতে এবার ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা আসিফ ইকবাল মাহমুদ।

আয়ের উৎসা বা পেশা শ্রেণির নতুন করদাতা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন নাজমা আক্তার। তিনি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা। কোম্পানি পর্যায়ে প্রকৌশল ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সদরঘাটের বিএসআরএম। প্রতিষ্ঠানটি বৃহৎ করদাতা ইউনিটের অধীনে কর দেয়।