চলমান সংবাদ

কমরেড রাখাল দাশের মৃত্যুতে সিপিবি,চট্টগ্রাম জেলার শোক প্রকাশ

আজীবন বিপ্লবী, বর্ষীয়ান কমিউনিস্ট কমরেড রাখাল দাশ (৯৫) আজ ৭ .৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি),চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর গভীর শোক প্রকাশ করেছেন  এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বিবৃতিতে তাঁরা বলেন, ১৯৫০ সাল থেকে কমরেড রাখাল দাশ কমিউনিস্ট পার্টির সদস্য। ভাষা আন্দোলনে ছিলেন রাজপথে সক্রিয়। টানা ৩০ বছর আত্মগোপনে থেকে ব্রিটিশ ও পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই,সংগ্রাম চালিয়ে গেছেন। জেল,জুলুম,নির্যাতনের শিকার হয়েছেন।  স্বপ্ন দেখতেন সাম্য ও বৈষম্যহীন সমাজের। মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় চার নীতি, অসাম্প্রদায়িকতা, সমাজ প্রগতি, সমাজতন্ত্রের প্রশ্নে, প্রতিক্রিয়ার বিরুদ্ধে জীবনের শেষ পর্যন্ত আপোষহীন অবস্থানে ছিলেন এবং সংগ্রাম করেছেন।  উনার মত একজন নিবেদিত বিপ্লবী কমিউনিস্টকে হারিয়ে পার্টির এক অপূরণীয় ক্ষতি হলো। শ্রমিক ও মেহনতি মানুষের দিন বদলের সংগ্রামে্ তিনি ছিলেন একজন অকুতোভয় সৈনিক। তার মৃত্যু গভীর শূন্যতা তৈরি করেছে। বাংলাদেশের শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তি আন্দোলনে কমরেড রাখাল দাশের অবদান গুরুত্বের সাথে স্মরণ করবে।