চলমান সংবাদ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যায় জড়িত সব আসামীকে মুক্তি দিলো আদালত

রাজীব গান্ধী হত্যা মামলার সব আসামীকে মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
রাজীব গান্ধী হত্যা মামলার সব আসামীকে মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার ছয় আসামীকে শুক্রবার মুক্তি দিয়েছে সেদেশের সর্বোচ্চ আদালত। ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুর শ্রীপেরুমবুদুরে এল টি টিই-র সদস্য এক নারী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন মি. গান্ধী।

একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে মালা দিয়ে সম্বর্ধনার ছলে নিজের গায়ে আঁটা বোমার ট্রিগার টেনেছিলেন এলটিটিই সদস্য সেই নারী হামলাকারী মিজ ধানু।

মি. গান্ধী ও মিজ ধানু সহ ১৬ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৪৫ জন।

শুক্রবার আদালতের নির্দেশে যারা মুক্তি পেলেন, তাদের মধ্যে রয়েছেন নলিনী শ্রীহরণও, যিনি রাজীব গান্ধীকে হত্যার জন্য গঠিত এলটিটিই-র পাঁচ সদস্যের আত্মঘাতী বোমারু দলটির একমাত্র জীবিত সদস্য।

মি. মুরুগান এবং মুক্তি পাওয়া আরেক আসামী মি. সান্থান শ্রীলঙ্কার নাগরিক। আরও দুজন ১৯৯০ সালে উদ্বাস্তু হিসাবে শ্রীলঙ্কা থেকে তামিলনাডুতে এসেছিলেন।

এবছর মে মাসে সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আরেক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মি. পেরারিভালানকে মুক্তি দিয়েছিল শীর্ষ আদালত।