চলমান সংবাদ

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে টিইউসি

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং রেশনিং প্রথা চালুর দাবি করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। এ নিয়ে কেন্দ্রীয় ঘোষিত দাবি দিবস পালন উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

টি ইউ সি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন টি ইউ সি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ইফতাখার কামাল খান, মীর মো. ইলিয়াছ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুর রহিম, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুর রহমান, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন নেতা মোহাম্মদ হানিফ প্রমুখ নেতৃবৃন্দ।

টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেন, দেশের শ্রমজীবী মানুষ দ্রব্যমূল্যের চাপে দুঃসহ জীবন যাপন করছে। করোনা, রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা অজুহাতে দাম বাড়ানো হচ্ছে। সকালে একদাম তো বিকেলে অন্য দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যর আকাশ ছোঁয়া দাম।

তপন দত্ত আরও বলেন, সরকার জাতীয় নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা না করলে দেশের সাড়ে ৬ কোটি শ্রমজীবী মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে। তাই টি ইউ সি কেন্দ্রীয় কমিটির দাবি অনুযায়ী ২০ হাজার টাকা নিম্নতম মজুরি ধার্য্য করে জাতীয় নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা ও শ্রমজীবী মানুষের রেশন প্রথার মাধ্যমে নিত্য পণ্য সরবরাহের দাবি।

সমাবেশ শেষে শ্রমিকদের লাল পতাকা মিছিল কাজির দেউরী মোড়, মেহেদীবাগ হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে টি ইউ সি সভাপতি তপন দত্তের নেতৃৃত্বে টি ইউ সি জেলা নেতাসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করে।

# ০৮/১১/২০২২, চট্টগ্রাম #