চলমান সংবাদ

টিসিবি’র ট্রাকের অপেক্ষায় মানুষের দীর্ঘ লাইন

টিসিবি’র ট্রাক কখন আসবে জানে না এরা কেউ। সকাল ৭টার পর থেকে মানুষ আসতে শুরু হয়ে গেছে। কিছুক্ষনের মধ্যে হয়ে গেছে শতাধিক মানুষের লম্বা লাইন। অফিস আদালত ও  গুরুত্বপুর্ণ কাজ ফেলে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার আশায় তারা লাইনে দাঁড়িয়েছে বলে জানান। এই লাইনে নিম্নবিত্ত লোক যেমন আছেন তেমনি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত লোকের সংখ্যাও যেন দিন দিন বাড়ছে।

উল্লেখ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ এখন কার্যত দিশেহারা। ফলে যেখানেই  টিসিবি’র ট্রাক আসার সম্ভাবনা থাকে সেখানেই মানুষকে ট্রাকের প্রতীক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একদিকে দেশের বাণিজ্যিক ব্যাংক গুলোতে ডলার সংকটের কারণে আমদানী বাণিজ্যের তীব্র স্থবিরতা শুরু হয়ে গেছে অন্যদিকে প্রধান মন্ত্রির বার বার দেশের মানুষকে মনে করিয়ে দিচ্ছে আগামী বছর দেশে দূর্ভিক্ষের সম্ভাবনা। সব মিলিয়ে দেশের আসলেই এখন খুবই শংকিত।

ছবিটি দামপারা পল্টন রোড থেকে তোলা।

# ০৭/১১/২০২২, চট্টগ্রাম #