চলমান সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৩

চট্টগ্রামে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে নুসরাত নামের নয় মাস বয়সী এক কন্যাশিশু মারা গেছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই শিশুর মৃত্যু হলেও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় গতকাল শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এদিকে চট্টগ্রামে নতুন করে ৮৩ জনের ডেঙ্গু আক্রান্তের খবর জানিয়েছে সিভিল সার্জন অফিস। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৫ জনে। এরমধ্যে ৭৭ জন এখনো হাসপাতালে ভর্তি। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ৭৭ জন রোগী সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

# ১৬।১০।২০২২ চট্টগ্রাম #