চলমান সংবাদ

চট্টগ্রামে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

নগরীর পতেঙ্গায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুরো শরীর ও চেহারা বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়রা কেউই শনাক্ত করতে পারছে না। কয়েকদিন আগে হত্যার পর মরদেহটি এভাবে ড্রামের মধ্যে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা আজিজ খান রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পতেঙ্গার আজিজ খান সড়কের পাশে থাকা প্লাস্টিকের বড় ড্রামের ভেতর নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। নীল রঙের ড্রামের মধ্যে খয়েরি কালারের থ্রিপিচ পড়া অবস্থায় মরদেহটি ছিল। পুরো শরীর বিকৃত হয়ে গেছে; তাই তাকে স্থানীয়রাও চিনতে পারছে না। তবে আমাদের তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না। ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে হত্যার পর মরদেহটি ড্রামে রেখে সেখানে ফেলে দেওয়া হয়। তাই সেটি অনেকটা বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এদিকে, একইদিন বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের মহেশখালের পাড় থেকেও এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, অন্য কোনো স্থান থেকে জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে। # ১৫.১০.২০২২ চট্টগ্রাম #