চলমান সংবাদ

চট্টগ্রাম সংবাদ

ইয়াবা পাচার মামলায় পুলিশ সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

ইয়াবা পাচারের ঘটনায় দায়ের করা মামলায় এক পুলিশ সদস্যকে (বরখাস্ত) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। সরকারি কৌঁসুলি স্বরূপ পাল বলেন, আদালত আসামিকে ১৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি অভিযান চালায় র‌্যাব। সেখানে ৩১ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন পুলিশ সদস্য আবুল বাশার। ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আবুল বাশারের বিরুদ্ধে। ২০২১ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। # ২৮.০৯.২০২২ চট্টগ্রাম #

চট্টগ্রাম নানা কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম-বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রীতি সমাবেশ, র‌্যালি, বৃক্ষরোপন, খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ও নীরোগ জীবন কামনা করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উৎসব উদ্যাপন করা হয়। প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসের ছাই থেকে গ্রীকুরানের ফিনিক্স পাখীর মত বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। আজ সারা দেশতো বটেই, সমগ্র বিশ্বে শেখ হাসিনার জয়ধ্বনি শুনি, তাই আবারও দরকার শেখ হাসিনা সরকার। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বিশ্বে অবাক বিস্ময়, তাঁর বিকল্প একমাত্র তিনি নিজেই। শত প্রতিকূলতা পেরিয়ে একটি স্বল্পোন্নত দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ। এরপর র‌্যালি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-সিভাসু’র উদ্যোগে আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ব্যাপক আয়োজনে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সিভাসু শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম ও কর্মকর্তা সমিতির পক্ষ থেকেও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ’র সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) আবুল কামাল ও প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারাপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। শিক্ষিকা রুমেলা বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবদুল মান্নান, আবুল হাসনাত মো. বেলাল, মোরশেদ আলী, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, রাজস্ব কর্মকর্তা শামসুল তাবরিজ, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, সিবিত্র সভাপতি মো. ফরিদুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা কালাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত চার দশক নিজ রাজনৈতিক প্রজ্ঞা ও আপোসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^র সমস্যা সংকট নিরসনের পাশাপাশি শোষিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রাখায় তাঁকে এখন বিশ^ানেতাদের সারিতে মর্যাদা দেয়া হয়। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র পক্ষে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল, তৌহিদুল হক কায়ছার, আরিফুল ইসলাম, যুবরাজ দাশ, রানা শীল প্রমুখ। # ২৮.০৯.২০২২ চট্টগ্রাম #