শিল্প সাহিত্য

লীলাবতী’র কবিতা

বিষন্ন একটি গোধুলীর গল্প হোক,
পায়রাগুলি উড়ে গেছে আগন্তুকের ডাকে,
পড়ে আছে কেবল হলুদ মটর দানা,
আমি তখনও দেখছিলাম তার চলে যাওয়া,
নিঃশব্দ পথের দিকে তাকিয়ে,
আমি যে লাল রঙ চুরি করেছি,
সেতো সূর্যের ই দান,
কালো চুল,বাঁকা সিঁথি,
তবুও বৃষ্টি ভেজা বারান্দায় তুমি,
হতে পারনি প্রেমিক চড়ুই।
এই পাপী জীবনে আমি পুণ্য স্নান শেষে,
টেনে নিয়ে গেছি তোমার ই বিদায়ের রথ,
ঘুমের সাথে হয়নি সখ্যতা,
অনেক রাত্রি কেটেছে পলাতক বাদুরের সাথে,
প্রিয় পাখিটা মানুষ হতে চায়,
অথবা মানুষ চায় পাখির স্বাধীনতা,
এ ডানায় মুক্তি লিখে দিয়ে,
আমি জানান দিতে চাই তুমি উড়ে যাও,
যাও পাখি,যাও বহুদূরে…

১৪.০৯.২০২২