চলমান সংবাদ

চট্টগ্রাম সংবাদ

দ্রুত গতির বেপরোয়া অটোরিকশা মায়ের সামনে কেড়ে নিল শিশু কণ্যার প্রাণ

নগরীতে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বায়োজিদ থানাধীন টেক্সটাইল গেট গ্রিন ভিউ আবাসিক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। শিশু মুনতাহা ফেনী জেলার আসাদুজ্জামান আসাদের মেয়ে। চট্টগ্রাম নগরের একটি বায়িং হাউসে চাকরির সুবাদে টেক্সটাইল গেটের গ্রিণ ভিউ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন আসাদ। মুনতাহার চাচা এমরানুল আনোয়ার রোমান বলেন, সোমবার রাতে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে মুনতাহা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত রিকশাচালককে গ্রেপ্তার করা হয়।
# ০৬.০৯.২০২২ চট্টগ্রাম #

চেক প্রতারণার ২১ মামলার আসামি গ্রেপ্তার

চেক প্রতারণার ২১ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. তোফাজ্জল হোসেন (৬২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চেক ডিজঅনার মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তোফাজ্জল। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ডবলমুরিং থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, তোফাজ্জাল ডবলমুরিং থানার ২১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। নগরের আগ্রাবাদ এলাকার জীবন বীমা ভবনে মেসার্স চট্টলা বোরিং নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তোফাজ্জল। প্রতিষ্ঠানটি পরিচালনাকালে তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা গ্রহণ করে চেক প্রদান করেন। তোফাজ্জাল চট্টলা বোরিংয়ের প্রোপ্রাইটর ছিলেন। এসব চেক ডিজঅনার মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ ইকবালকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্য একটি মামলায় তার ছেলে তাওসীফ আহম্মদকেও গ্রেপ্তার করা হয়েছে। মুহাম্মদ ইকবাল নগরীর হালিশহর এলাকার বাসিন্দা। হালিশহর থানার ওসি মো. জহির উদ্দীন বলেন, চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী মুহাম্মদ ইকবালের সাজা হয়। ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। অন্যদিকে তার ছেলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম আদালত। মামলাগুলোতে তারা এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে তাদের ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। # ০৬.০৯.২০২২ চট্টগ্রাম #

চট্টগ্রামে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের এক ইউপি সদস্যের ভাই ও গরু ব্যবসায়ী মুমিনুল হককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাহাব উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের দুই মাস পর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাব উদ্দিন সীতাকুণ্ডের হাসানাবাদ গ্রামের নুরুজ্জামান ওরফে লাতুর ছেলে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, নিহত মুমিনুল হক পেশায় কৃষক এবং গরু ব্যবসায়ী ছিলেন। তার ভাই আকবার হোসেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। আকবার ইউপি সদস্য হওয়ার পর গ্রামের অপকর্মকারীদের কাজে বাধা দিতেন। অপকর্মকারীদের সঙ্গে মুমিনুল ও আকবার হোসেনদের বিরোধ তৈরি হয়। বিভিন্ন অপকর্ম কাজে বাধা দেয়ায় মুমিনুল হককে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। গত ২৯ জুন নিহত মুমিনুল হক তার ছেলে ও ভাতিজাকে নিয়ে গরু কিনতে মুরাদপুরের ফকিরহাট বাজারে যায়। দরদামে না মেলায় সেদিন গরু না কিনে অটোরিকশা যোগে বাড়ি পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪টি সিএনজি নিয়ে দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তাদের অটোরিকশার গতিরোধ করে। এসময় তারা ধারালো অস্ত্র, ছুরি, রাম দা, খুর, চাকু ও ক্রিস দিয়ে মুমিনুলকে এলোপাথাড়ি আঘাত করে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে মমিনুলকে প্রথমে সীতাকুণ্ড সেবা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব-৭’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, এ ঘটনায় গত ১ জুলাই নিহত মুমিনুল হকের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৮ জনকে এবং ৯-১০জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। পরে নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। # ০৬.০৯.২০২২ চট্টগ্রাম #

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামে বাপ্পি কলোনিতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ছেলে মোহাম্মদ হেলাল (১৭) পালিয়ে গেছে। পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় পিতা বেলাল হোসেনকে ছুরিকাঘাত করে ছেলে মোহাম্মদ হেলাল হত্যা করেছে বলে জানা গেছে। নিহত বেলাল হোসেনের (৫৫) মূল বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তবে তিনি পরিবারসহ থাকতেন নোয়াখালীর সুধারাম উপজেলায়। পরে আবার সীতাকুণ্ডে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বেলাল কৃষিকাজ করতেন। বেলালের ছেলে হেলাল বেকার, স্বভাবে উগ্র প্রকৃতি। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক বিরোধ নিয়ে ছেলের সাথে বাবার ঝগড়া হয়। এসময় ছেলে হেলাল তার বাবারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হবে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, মঙ্গলবার সকালে হেলালের সঙ্গে তার বাবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলাল ঘরের আলমারির কাচ ভেঙ্গে ফেলে। তখন বেলাল ছেলেকে কাস্তে নিয়ে ধাওয়া করেন। হেলালের কাছে ছুরি ছিল। কিছুদূর গিয়ে সে বাবাকে ঝাপটে ধরে পেটে ছুরিকাঘাত করে। আহত বেলালকে স্থানীয় শিপ ব্রেকিং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবার সঙ্গে ঝগড়ার সময় বড় ছেলে রুবেল বাধা দিলে হেলাল তাকেও আঘাত করে।’ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি। অভাবের সংসারে হেলাল কোনো কাজকর্ম করত না। এটা নিয়ে ঝগড়া হতো। আবার প্রতিবেশীদের কেউ কেউ বলছেন, হেলাল নাকি বিয়ে করতে চেয়েছিল। বাবা রাজি না হওয়ায় ঝগড়া হয়েছিল। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। পলাতক হেলালকে গ্রেপ্তার অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ছেলে একটি মেয়েকে পছন্দ করে। তাকে বিয়ে করানোর জন্য বাবাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু ছেলে বেকার হওয়ার কারণে বাবা বিয়ে করাতে রাজি হচ্ছিল না। এ নিয়ে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে তার বাবা মারা গেছেন। # ০৬.০৯.২০২২২ চট্টগ্রাম #