চলমান সংবাদ

চট্টগ্রামে প্রথমবারের মতো তিনদিনব্যাপী হোম অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু হচ্ছে কাল থেকে

আন্তর্জাতিক মানের মডিউলার কিচেন ক্যাবিনেটের সরঞ্জাম নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাই কিচেন হোম অ্যান্ড লাইফস্টাইল এক্সপো। নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে এক্সপোর উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এই মেলায় ৩০ টি প্রতিষ্ঠানের ৭০টি স্টল অংশগ্রহণ করবে। এফ টাচ ইভেন্টস লিমিটেড যৌথভাবে সাইন অ্যান্ড ডিজাইনের সঙ্গে আয়োজিত এই এক্সপোতে দেশি বিদেশি ব্রান্ডের কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জার পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইলের পণ্য থাকছে। এসব পণ্য ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবে। মেলা স্পন্সর করেছে মাই কিচেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিলোত্তমা বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাজ্জাদ, মাই কিচেনের সিওও শওকত ইমরান খান, সাইন অ্যান্ড ডিজাইনের সিইও এবিএম খালেদ মাহমুদ, এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ ও মো. সোহেল রানা। তারা বলেন, সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীতে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও অফার থাকবে। ক্রেতাদের হাতের নাগালেই থাকবে দাম। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে প্রদর্শনী। গতানুগতিক কিচেন থেকে মডিউলার কিচেনে রান্নার আরামদায়কতার বিষয়টি উপলব্ধি করানোর উদ্দেশ্যেই আমরা বন্দরনগরীতে এই মেলা আয়োজন করছি। # ২৩.০৮.২০২২ চট্টগ্রাম #