চলমান সংবাদ

চবি’তে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন শিক্ষার্থী। যেখানে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চূড়ান্ত আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতিটি আসনের ৩৪ জন ছাত্র-ছাত্রী ভর্তিযুদ্ধ্বে অবতীর্ণ হতে যাচ্ছেন।

চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৯ হাজার ৯৫১ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৩৭৫ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬৫৭ জন, ‘ডি’ ইউনিটে ৪২ হাজার ৭৭৫ জন। এ ছাড়া উপ ইউনিট বি-১ এ- ৩ হাজার ৪৯৬ জন এবং ডি-১ এ- ৩ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ জুন। সব ইউনিট মিলে মোট ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। গত ৩ জুলাই আবেদনের শেষ সময় হলেও তা আরও ৫ দিন বাড়ানো হয়।

পরীক্ষার সময়সূচি : আগামী ১৬ ও ১৭ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পদ্ধতি : ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনি) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

বিভাগ পরিবর্তনের সুযোগ : এবারও শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছুরা যোগ্যতা অনুযায়ী বিভাগ পরিবর্তন করতে পারবেন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এ ছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি ১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি ১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে। ওয়েবসাইট লিংক : (https://admission.cu.ac.bd/)।

# ১১/০৭/২০২২, চট্টগ্রাম #