চলমান সংবাদ

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে এ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এবং চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২২ কমিটির চেয়ারম্যান এ. কে. এম. আক্তার হোসেন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে খাদ্য ও জ্বালানী সংকট চলছে। এক্ষেত্রে আগামী দিনের জন্য প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে। রপ্তানি বহুমূখীকরণ সম্ভব না হলে বৈদেশিক মুদ্রার উপর চাপ বৃদ্ধি পেতে পারে। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের রিজার্ভ সবচেয়ে ভালো অবস্থানে আছে। ছয় মাসের অধিক আমদানি ব্যয় নির্বাহ করার সক্ষমতা আমাদের রয়েছে। দেশের অর্থনীতির বেশির ভাগ নির্দেশক সন্তোষজনক। তবে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে শিল্প ও সেবা খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তিনি শিল্পোদ্যোক্তাদের আঠার বছরের উর্ধ্বে ছাত্র-ছাত্রীদের ইন্টার্ন হিসেবে নিয়োগ প্রদান এবং নিজেদের কর্মীদের দক্ষ করার লক্ষ্যে বিনিয়োগের আহবান জানান। বিশেষ অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, অর্থনৈতিক গতিধারাকে সহায়তা করতে সরকার বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে-টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক আট লেনে উন্নীত করা এবং মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগর বাস্তবায়ন করছে। তিনি সেবাখাতে পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে আমাদের সক্ষম জনশক্তিকে কাজে লাগানো এবং ডিজিটালাইজেশনের উপর গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, এস. এম. তাহসিন জোনায়েদ, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সরকারী উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। # ০৭.০৭.২০২২ চট্টগ্রাম #