চলমান সংবাদ

বাপ-ছেলের চোরাই সিএনজির ব্যবসা, বাপের পর ছেলে গ্রেপ্তার

বাবা ও ছেলে মিলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এনে নিজস্ব গ্যারেজে রাখতো। গত দুই মাস আগে অটোরিকশা চুরির দায়ে বাবা বদিউল আলম গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে আছেন। বাবার অনুপস্থিতিতে ছেলে ইফতেখার হাসান (১৮) চোরাই সিএনজি অটোরিকশার ব্যবসা পরিচালনা করছিল। তবে শেষ রক্ষা হলো না তারও, সেও ধরা পরলো র‌্যাবের হাতে।রোববার (৩ জুলাই) দুপুরে ইফতেখারকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাব। এর আগে শনিবার (২ জুলাই) পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশাসহ হাটহাজারী উপজেলার মোমেন শাহ সিএনজি গ্যারেজ থেকে ইফতেখারকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, হাটহাজারীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগ আসতে থাকে। অভিযোগের ভিত্তিতে চোরাই সিএনজি উদ্ধার ও জড়িতদের আটকের অভিযান চালায় র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে ইফতেখার হাসানকে আটক করা হয়। আসামির স্বীকারোক্তি ও তার দেখানো মতে ওই গ্যারেজ থেকে চোরাই ও রেজিস্ট্রেশন নম্বরবিহীন ৫টি সিএনজি উদ্ধার করা হয়। সিএনজিগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। একই অপরাধে দুই মাস আগে তার বাবা বদিউল আলম গ্রেপ্তার হন। তিনি বর্তমানে জেল হাজতে আছেন। বাবা গ্রেপ্তারের পর ছেলেই চোরাই সিএনজির ব্যবসা পরিচালনা করে আসছিল। # ০৩.০৭.২০২২ চট্টগ্রাম #