চলমান সংবাদ

চট্টগ্রাম চেম্বার ও চবির লোক প্রশাসন বিভাগের একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ইন্টারেকশন মিটিং অনুষ্ঠিত

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগের যৌথ উদ্যোগে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ইন্টারেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশের সভাপতিত্বে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ মিটিং অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে অঞ্জন শেখর দাশ বলেন, বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম চেম্বার সব সময় ব্যবসায়ীদের দাবিসমূহ সরকারের কাছে উত্থাপন করে থাকে। কাজেই সরকারি-বেসরকারি উভয় খাতের সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই প্রতিষ্ঠান। উদ্যোক্তা হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, একজন উদ্যোক্তাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে এবং শিখতে হবে। একজন উদ্যোক্তা হতে হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিনয়ী এবং স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সদিচ্ছা থাকলে সফল হতে পারবেন। চাকরি বা ব্যবসা যাই করা হোক না কেন তা আপন করে নিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিষয় পড়ানো হলেও উদ্যোক্তাদের সাথে সরাসরি কথার বলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা যাতে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে সেই লক্ষ্যে এই মতবিনিময়ের আয়োজন। একজন উদ্যোক্তা নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে থাকেন যা আমাদের মত দরিদ্র দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চেম্বারের সাব-কমিটি অন রিসার্চ ডেভেলাপমেন্ট এন্ড ট্রেনিং’র জয়েন্ট কনভেনর ইঞ্জিনিয়ার এস. এম. শহিদুল আলম ও সদস্যবৃন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসতিয়াক দোজা ও মো. আবু হোরায়রা বক্তব্য রাখেন। অনট্রপ্রিনিয়ারশিপ ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেম্বারের উপ-সচিব মোহাম্মদ আলী আজগর। # ২৭.০৬.২০২২ চট্টগ্রাম #