চলমান সংবাদ

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

 নগরীতে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুন) সকালে নগরীর খুলশী থানা এলাকার এয়াকুব আলী ব্রিকফিল্ডের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইউসুফ (৪০) নামে এক ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু হয়। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নির্মাণধীন সাততলা ভবনে কাজ করতে গিয়ে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান ইউসুফ। পরে গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নগরের খুলশী এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে ১৮ বছরের অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) বিকেলে খুলশী রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে পা বিচ্ছিন্ন হয়ে যায় ওই তরুণের। গুরুত্বর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। খুলশী থানার এসআই রাজেশ বলেন, চলন্ত ট্রেনের ছাদে করে যাওয়ার সময় রেললাইনের উপরে থাকা ডিশ লাইনের তারের সঙ্গে লেগে রেললাইনে ট্রেনের নিচে পড়ে যায় ওই তরুণ। পরে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় ওই তরুণ। নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকা থেকে মো. লোকমান হাকিম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পটিয়া থানার মৃত ইমাম শরীফের ছেলে। শনিবার (২৫ জুন) রাতে নিউমার্কেট মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। # ২৬.০৬.২০২২ চট্টগ্রাম #