চলমান সংবাদ

পরিবেশের ক্ষতিসাধন করায় চট্টগ্রামের দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে পরিবেশের ক্ষতি সাধনের অপরাধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও মিরসরাই এলাকার দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। বুধবার (১৫ জুন) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম শুনানি শেষে এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, শুনানিতে বলা হয়, পরিবেশের ক্ষতিসাধনের দায়ে মিরসরাই উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেসার্স এমএমবি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও সীতাকুন্ড থানার কুমিরা এলাকার ডব্লিউ ডব্লিউ ট্রেন্ডিং এন্ড শিপ ব্রেকিংকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই শুনানিতে কুমিল্লা ও কক্সবাজার জেলার চকরিয়ার এক ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুনানিতে এসব ক্ষতিপূরণের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
# ১৫.০৬.২০২২ চট্টগ্রাম #