চলমান সংবাদ

হালদা নদীতে নৌ পুলিশের অভিযান, ৪৫ হাজার মিটার জাল জব্দ

কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশের দুই টিমে সোমবার যৌথ অভিযান পরিচালনা করেছে। সদরঘাট নৌ থানা ও রামদাসমুন্সিরহাট নৌ পুলিশের ক্যাম্প এই অভিযান পরিচালনা করেন। হালদা নদীর মোহনা এলাকায় (কালূরঘাট ব্রীজ, কচুখাইন- রাউজান, কদূরখীল- বোয়ালখালী, উত্তর মোহরা- চান্দগাঁও) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌ পুলিশের পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ ও ইনচার্জের নেতৃত্বে হালদা নৌ পুলিশ ক্যাম্প মা মাছের নিরাপত্তা ও নির্বিঘ্নে ডিম ছাড়া নিশ্চিতকল্পে একযোগে অভিযানে নামে হালদা নদীতে। অভিযানে এযাবৎকালের রেকর্ড পরিমাণ জাল উদ্ধার হয় হালদা নদী থেকে। উক্ত অভিযানে সদরঘাট নৌ থানা কর্তৃক উদ্ধারকৃত অবৈধ জালের পরিমাণ : ঘেরা জাল – ১০০০ মিটার, সুতার ভাসান জাল – ৩৫,০০০ মিটার এবং হালদা নৌ পুলিশ ক্যাম্প কর্তৃক উদ্ধারকৃত অবৈধ জালের পরিমাণ : সুতার ভাসান জাল- ১০,০০০ মিটার (আনুমানিক) প্রভৃতি। বর্ণিত অভিযানে আটককৃত সর্বমোট অবৈধ জালের পরিমাণ – সুতার ভাসান জাল – ৪৫,০০০ মিটার; ঘেরা জাল – ১০০০ মিটার। বিশেষ করে পরিকল্পনামাফিক ভাঁটা শেষে ভরা জোয়ার শুরুর প্রাক্বালে অভিযান পরিচালনা করায় অবৈধ জাল উদ্ধারে এ সফলতা লাভ করা সম্ভব হয়েছে। আগামী অমাবস্যায় মা মাছের ডিম ছাড়াকে কেন্দ্র করে হালদা নদীতে যুগপৎভাবে অভিযান পরিচালনা করা হবে নৌ পুলিশ সূত্র গণমাধ্যমকে জানান। হালদা নদী তথা ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ এ মা মাছের প্রজনন সুরক্ষায় নৌ‌ পুলিশ বদ্ধপরিকর বলে ও উল্লেখ করা হয়।
# ২৩/০৫/২০২২, হাঠাজারী, চট্টগ্রাম #