চলমান সংবাদ

চবিতে ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিজয়ের এক কর্মীর পার্ক করা মোটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দেয় একটি রিকশা। ধাক্কায় মোটরসাইকেলের কিছু অংশ ভেঙে যায়। পরে ওই ছাত্রলীগ কর্মী ধাক্কার কারণ জিজ্ঞেস করতে গেলে চালকের সঙ্গে তর্কাতর্কি হয়। এসময় স্থানীয় এক যুবক (১৬) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অহেতুক গালাগাল করতে থাকে। পরে বিজয় গ্রুপের আরও কয়েকজন কর্মী বিষয়টি মীমাংসা করতে এলে স্থানীয়দের কয়েকজন তাদের গলায় রামদা ধরে ও এলোপাতাড়ি মারধর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের কর্মীরা জড়ো হয়ে স্থানীয়দের এলাকায় ঢুকে কাউকে না পেয়ে কয়েকটি বাড়ি ভাঙচুর করে। পরে প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ঢুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশ এসে ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। # ২২.০৫.২০২২ চট্টগ্রাম #