চলমান সংবাদ

ওষুধের পাইকারি বাজার হাজারী গলি থেকে ১৭২ কার্টন ভেজাল ওরস্যালাইনসহ গ্রেপ্তার ১

ওষুধের অন্যতম পাইকারি বাজার নগরীর হাজারী গলি থেকে ১৭২ কার্টন (৬৮ হাজার ৮শ’ পিস) ভেজাল ওরস্যালাইন জব্দ করেছে পুলিশ। এসময় ভেজাল ওরস্যালাইন সরবরাহকারী সুজন কান্তি সিকদার (৪২)কে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ এপ্রিল) রাতে ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহায়তায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ এই সরবরাহকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সুজন সীতাকুন্ডের সোনাইছড়ি এলাকার মৃত নির্মল সিকদারের ছেলে। কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, ওষুধ সমিতির লোকজন হাজারী গলিতে ভেজাল ওষুধসহ একজনকে আটক করে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসএমসি কোম্পানির প্রতিনিধি মনোয়ার হোসেন ও বাংলাদেশ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা তাকে আটক করে। প্রথমে ৭০ কার্টন ভেজাল ওরস্যালাইনসহ সুজন নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে আন্দরকিল্লাস্থ বিনিময় মার্কেটের নিচ তলায় জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করে আরও ১০২ কার্টন স্যালাইনসহ মোট ১৭২ কার্টন (৬৮ হাজার ৮শ’ পিস) ভেজাল ওরস্যালাইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। # ১২.০৫.২০২২ চট্টগ্রাম #