শিল্প সাহিত্য

কুড়িয়ে পাওয়া ঘুম

– নাজিমুদ্দীন শ্যামল

আমার কুড়িয়ে পাওয়া ঘুমগুলো
হারিয়ে গেছে। পথে পথে যেতে যেতে
যেসব ঘুমগুলো কুড়িয়ে নিয়েছিলাম
সেসব আমি জামার জেবে লুকিয়ে রেখে
ঘরে ফিরেছি মধ্য যামে; এক জব্বর ঘুম
দেবো বলে বিছানা বালিশ গুছিয়েছি,
আলো নেভাতেই দেখলাম…
আমার বিছানা অন্যঘরে ঘুমিয়ে আছে!
আমার ঘুমগুলো সব হারিয়ে গেছে।
তবে কি আমি ঘুমিয়েছিলাম রাতে!

 

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক