চলমান সংবাদ

ঈদের ছুটিতে বাসা খালি করে না যাবার পরামর্শ সিএমপি কমিশনারের

ঈদের দীর্ঘ বন্ধে নগরবাসীকে বাসা-বাড়ি খালি করে চলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বাসা খালি রেখে যেতে হলে অবশ্যই মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার, টাকা-পয়সা বিশ্বস্ত কারো কাছে অথবা ব্যাংকের লকারে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন। চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিএমপি কমিশনার ৯ দিনের ছুটিতে বাসা-বাড়ির নিরাপত্তা প্রসঙ্গে বলেন, নাগরিকদের জীবন ও সম্পত্তি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সিএমপির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের কিছু সর্তকতা অবলম্বন করলে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে। ঈদে নগরজুড়ে পুলিশের বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে কিন্তু স্বল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়ে প্রতিটি বাড়ি যেহেতু নিরাপত্তা দেয়া সম্ভব নয় সেহেতু অবশ্যই নাগরিকদের সহায়তা প্রয়োজন। এজন্য দীর্ঘদিনের জন্য বাসার বাইরে গেলে অবশ্যই স্বর্ণালঙ্কার-টাকা এবং মূল্যবান জিনিসপাতি বিশ্বস্ত কারও কাছে কিংবা ব্যাংকের লকারে রেখে যান। যারা একটি বাড়ির খরচ নির্বাহ করতে পারে তারাতো অবশ্যই একটি সিসি ক্যামেরা স্থাপন করতেও পারে। ভবনে সিসিক্যামেরা স্থাপন এবং এপার্টমেন্টে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা থাকলে নিরাপত্তা ব্যবস্থায় আরও ভাল হয়। সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে অনেক রহস্য উদঘাটন সম্ভব। অনেক অপরাধী শনাক্ত করতে পেরেছি এই সিসি ক্যামেরার মাধ্যমে। এছাড়া নাগরিক তথ্য ফরম পূরণ করে সহায়তা করুন। নগরবাসী সচেতন হলে নিরাপত্তা ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে। নগরবাসী আমাদের সহযোগিতা করলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারব। আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। এদিকে ঈদের সময় কোনো পর্যটন স্পট বন্ধের সিদ্ধান্ত নেই জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ঈদ আনন্দ অবশ্যই উদযাপন চলবে। বিনোদন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে কাউকে আনন্দের নামে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আনন্দ উৎসব সীমার মধ্যে থেকে উদযাপন করতে সমস্যা নেই। নগদ টাকা উত্তোলনের সময় পুলিশের সহযোগিতা নেয়ার কথা উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, বড় অঙ্কের নগদ অর্থ স্থানাস্তরের সময় পুলিশের সহায়তা নিন। আমরা টাকা বহনকারীকে আমাদের গাড়ি দিয়ে পৌঁছে দিব। এটিএম বুথের আশেপাশে সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে অবহিত করুন। আমরা আবাসিক এলাকা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষাকারীদের নাম্বার সংগ্রহ করেছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখব। নগরীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা চেষ্টা করছি। এদিকে, সংবাদ সম্মেলনে সিএমপির পক্ষ থেকে ‘নিরাপত্তায় সতর্কতামূলক পরামর্শ’ হিসেবে বের করা একটি প্রচারপত্র সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। প্রচারপত্রে বাসা-বাড়ির নিরাপত্তার জন্য পরামর্শ হিসেবে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে- বাসার বাথরুম অথবা রান্নাঘরে ব্যবহৃত এগজস্ট ফ্যানের বাইরের অংশে লোহার গ্রিল লাগানো, বাসার জানালার বাইরের অংশে বক্সগ্রিল ব্যবহার করা, বাসার দরজায় অটোলক ব্যবহার, মূলব্যান জিনিস ও টাকা-পয়সা বিশ্বস্ত কারও হেফাজতে রেখে যাওয়া, প্রত্যেক ভবনে রাস্তামুখী সিসি ক্যামেরা স্থাপন। এছাড়া পরিচয় নিশ্চিত না হয়ে বাসার দরজা না খোলা, হকার-ফেরিওয়ালাকে বাসায় ঢুকতে না দেওয়া, অপরিচিত লোককে বাসার আশপাশে ঘুরতে দেখলে ছবি তুলে রাখার পরামর্শও দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে।
# ১৯.০৪.২০২২ চট্টগ্রাম #