চলমান সংবাদ

ডুবে জাহাজের নিখোঁজ ১১ নাবিককে জীবিত উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কয়লা নিয়ে ঢাকায় যাওয়ার পথে ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ১১ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকালে কোস্টগার্ড ভাসানচর স্টেশনের কমান্ডার আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ‘এমভি সজল তনয়-২’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়। বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ সেলিম জানান, জাহাজটি ৭০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। চট্টগ্রামের রেজা শিপিং লাইনের মালিকানাধীন জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নিয়ন্ত্রণে চলাচল করত। ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটি ডুবে যায়। জরুরি সেবা নম্বরে ফোন করে জানানোর পর ভাসানচরের কাছে নৌ বাহিনীর টহলরত একটি জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে কোস্টগার্ডের টিমও পৌঁছেছে জাহাজের নিখোঁজ ১১ জন নাবিককে উদ্ধারে অভিযান শুরু করে। কোস্টগার্ড ভাসানচর স্টেশনের কমান্ডার আবদুল মোমেন বলেন, ঘটনার পরপরই কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। পরে দুপুরে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তারা সকলেই সুস্থ আছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
# ১৬.০৪.২০২২ চট্টগ্রাম #