চলমান সংবাদ

চট্টগ্রামে আদালতের এজলাসে ঢুকে নিজের গলায় ছুরি চালালেন যুবক

বিচারকাজ চলার সময় চট্টগ্রামের একটি আদালতের এজলাসে ঢুকে প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক যুবক। তবে এসময় পুলিশসহ উপস্থিত লোকজন তাকে নিবৃত্ত করেন। পরে পুলিশ তাকে আটক করেছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এই ঘটনা ঘটে। আটক মোহাম্মদ জাফর (৩০) নগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার টং ফকির মাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, জাফর মাদকাসক্ত এবং ছোটখাট ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ধরনের এক মামলায় গ্রেপ্তারের পর মাসখানেক আগে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান জামিন দেন। এরপর থেকে জাফর নিয়মিত আদালত এলাকায় ঘোরাফেরা করত। মাঝে মাঝে ওই আদালতেও ঢুকে বসে থাকত। তিনি বলেন, সোমবার আদালতের কার্যক্রম চলছিল। জিআর মামলার শুনানির সময় একটি মামলার তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন বিচারক। এ সময় হঠাৎ জাফর এজলাসে ঢুকে নিজেকে আসামি পরিচয় দিয়ে বিচারকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। চিৎকার-চেঁচামেচি শুরু করে। ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলতে থাকে, তার কথা না শুনলে সে গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করবে। এসময় সে পকেট থেকে ছুরি বের করে গলায় পোচ দেয়ার চেষ্টা করে। তবে ছোরা ছোট আকৃতির এবং ভোতা ধরনের হওয়ায় গুরুতর জখম হয়নি, আঁচড় লেগেছে শুধু। এডিসি কামরুল ইসলাম বলেন, উপস্থিত আইনজীবীরা জাফরকে শান্ত হয়ে কথা বলার জন্য বারবার অনুরোধ করলে তিনি গলা থেকে ছুরি নামিয়ে নিজের হাতে নেন। উপস্থিত আইনজীবী ও পুলিশ সদস্যরা তার দিকে এগুতে গেলেই তিনি পুনরায় ছুরি দেখিয়ে হুমকি দিয়ে বলেন, যদি কেউ তার সামনে যায় তাহলে তিনি নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করবেন। একপর্যায়ে জাফরের পেছনে থাকা কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ মিজান কৌশলে তার হাত ধরে ফেলেন। এরপরপরই অন্যান্য পুলিশ সদস্যরা জাফরকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে বিচারক সেই যুবককে হাজতখানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। আটকের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। মাদক সেবনের কারণে তার মানসিক সমস্যা হয়েছে বলে কথাবার্তায় মনে হয়েছে। অসংলগ্ন কথাবার্তা বলছে। এ ঘটনায় ওই আদালতের পেশকার বাদি হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর জাফরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। # ১১.০৪.২০২২ চট্টগ্রাম #