চলমান সংবাদ

বাংলাদেশে আল-আযহার গ্র্যাজুয়েটস সংগঠনের যাত্রা শুরু

মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটসদের বিশ্বব্যাপী সংগঠন দ্য ওয়ার্ল্ড অরগ্যানাইজেশন ফর আল-আযহার এর বাংলাদেশ শাখার যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির বাংলাদেশ শাখার নেতৃত্বে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয়। এতে সংগঠনটির বাংলাদেশ শাখার শুভযাত্রা ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ১০৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য দেন। লিখিত বক্তব্যে আল-আযহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান সৈয়দ মো. জালাল উদ্দীন বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও মিশনের আল-আযহার বিশ্ববিদ্যালয় তারও আগে প্রতিষ্ঠিত হয়েছিল। অক্সফোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল ১০৯৬ খ্রিস্টাব্দে। কিন্তু আল-আযহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ৯৭০ খ্রিস্টাব্দে। ১০৮২ বছরের পুরনো এ বিদ্যাপীঠের অধীনে বর্তমানে মিশরসহ সারাবিশ্বের ৫০টিরও অধিক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ১৩০-১৪০ দেশের শিক্ষার্থীরা পড়ালেখা করছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে ২০ লাখ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রাথমিক পর্যায়ে এ বিদ্যাপীঠে দ্বীনি বিষয়ে পাঠদান করা হতো। কিন্তু বর্তমানে ইসলামী শিক্ষার পাশাপাশি সাইন্স, ফিজিক্স, ক্যামিস্ট্রি, বায়োলজি, ইকোনমিকস, বিজনেস স্টাডিজ, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক বিষয়গুলোও পাঠদানে অন্তর্ভূক্ত করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড অরগ্যানাইজেশন ফর আল-আযহার সংগঠনটি সারাবিশ্বে ছড়িয়ে পড়লেও ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে এর কোন শাখা ছিলনা। ২০১৮ সালে সংগঠনের মিশরের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রতিথযশা সূফী ব্যক্তিত্ব, ইসলামী গবেষক একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমানকে বাংলাদেশ শাখার সভাপতির দায়িত্ব গ্রহণ করার অনুরোধ করেন। পরবর্তীতে চলতি বছরের শুরুতে বাংলাদেশ সরকার ও মিশর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাপ্তরিক অনুমোদন লাভ করে সংগঠনটি। সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী আযহারি গ্র্যাজুয়েটসদের মাঝে সেতুবন্ধন রচনা, বিভিন্ন ধর্মীয় ও অ্যাকাডেমিক সম্মেলন, সভা-সেমিনার আয়োজন, আন্তর্জাতিক ইমাম প্রশিক্ষণের আয়োজন, বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, স্কলারশিপ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, দাওয়াহ ও ফতোয়া সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন নেছারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দীন আল আযহারী, মোহাদ্দেস কামাল উদ্দিন আযহারী, সৈয়দ মাসুম কামাল আযহারী প্রমুখ। # ১০.০৪.২০২২ চট্টগ্রাম #