চলমান সংবাদ

হরতালের সমর্থনে নতুন ব্রীজ এলাকায় বাম জোটের প্রচারণা,পথসভা অনুষ্ঠিত

“ চাল,ডাল,তেলসহ ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে বাজার সিন্ডিকেট দায়ী।এ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের নীরব ভূমিকাতে স্পষ্ট,‘শর্ষের মধ্যেই ভূত আছে’।ভোগ্যপণ্যের বাজার অস্থির করার পেছনে যে সিন্ডিকেট,তাদের নাম কারো অজানা নয়,তারা আওয়ামীলীগ সরকারের আশীর্বাদপুষ্ট।মূল্যবৃদ্ধির এ দুঃসহ পরিস্থিতিতেও ,বাসাবাড়ির দুই চুলা গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।বাস্তবে,গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা আওয়ামীলীগ সরকারের কাছে জনগণের চাইতে সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থরক্ষাই প্রধান বিবেচ্য।তাই,আজ মূল্যবৃদ্ধির কবল হতে বাঁচতে জনগণকেই আন্দোলন গড়ে তুলতে হবে,যাতে আন্দোলনের চাপে সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়।মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোট আহুত ২৮ মার্চের হরতাল সফল করার মাধ্যমে সে আন্দোলন শক্তিশালী করতে হবে।’’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ও সবার জন্য ন্যায্যমূল্যে রেশনের দাবিতে গতকাল বিকালে নগরীর নতুন ব্রীজ-চাক্তাই এলাকায় বাম গণতান্ত্রিক  জোট চট্টগ্রাম জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ বক্তব্য রাখেন। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারূফ রুমী, সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া,বাসদ জেলা সদস্য মহিনউদ্দিন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য শফি উদ্দিন কবির আবিদ,বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে  ২৮ মার্চ হরতালের সমর্থনে একটি   বিক্ষোভ মিছিল নগরীর নতুন ব্রীজ হতে চাক্তাই এসে সমাপ্ত হয়।

# ২৫/০৩/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #