চলমান সংবাদ

সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের পাহারাদারের ভূমিকায়  অবতীর্ণ হয়েছে

-হরতালের সমর্থনে অলংকার মোড়ে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে।এদের উপর আওয়ামীলীগ সরকারের কোন নিয়ন্ত্রণ নেই,বরং সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় সরকার অবতীর্ণ হয়েছে।সরকার ও বঢবসায়ীরা একই সুরে বলছে,আন্তর্জাতিক বাজারে দাম বেশি।তাহলে,যে মিনিকেট চালের দাম ভিয়েতনাম,মালয়েশিয়ায় ৪০-৪৫ টাকা,সে চালের মূল্য বাংলাদেশে ৬০-৬৫ টাকা হবে কেন? আন্তর্জাতিক বাজারে সয়াবিন ১২০-১৪০ টাকা হলেও,বাংলাদেশে তা  ১৬০-১৭০ টাকায় বিক্রির কারণ কি?এভাবে হাজার হাজার কোটি টাকা সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ীরা জনগণের পকেট হতে লুটে নিচ্ছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারকে বাধ্য করতে  আজ দেশবাসীকে গণআন্দোলন গড়ে তুলতে হবে।২৮ মার্চ এ দাবিতে দেশব্যাপী হরতাল সফল করার জন্য জনগণকে আমরা উদাত্ত আহবান জানাচ্ছি।’’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ও সবার জন্য ন্যায্যমূল্যে রেশনের দাবিতে গতকাল বুধবার বিকালে নগরীর অলংকার মোড়ে বাম গণতান্ত্রিক  জোট চট্টগ্রাম জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ বক্তব্য রাখেন। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা শ্রমিকনেতা মসিউদ্দৌলা,গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারূফ রুমী, সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া,বাসদ জেলা সদস্য আকরাম হোসেন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য জাহেদুন্নবী কনক, বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন,‘‘সরকার এক কোটি পরিবারকে রেশন কার্ড দেওয়ার দাবি করলেও বাস্তবে দলীয় প্রভাব,স্বজনপ্রীতি,দূর্নীতির কারণে সাধারণ মানুষ রেশন বঞ্চিত হচ্ছে।করোনায় নতুন করে ৩ কোটি ৮০ লাখ মানুষ দরিদ্র হয়েছে,সব মিলিয়ে দরিদ্রমানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ।এ মানুষরা বাঁচবে কি করে? আমরা সবার জন্য ন্যায্যমূল্যে রেশনের দাবি জানিয়েছি।এ দাবি অযৌক্তিক নয়।কারণ পুলিশের একজন সদস্যকে চার সদস্যের পরিবারের জন্য সরকার  প্রতি মাসে ৩৫ কেজি চাল, ৩০ কেজি আটা, ৮ কেজি ডাল, ৮ লিটার তেল ও ৫ কেজি চিনি রেশন মূল্যে সরবরাহ করে।প্রতি মাসে পুলিশের সব সদস্য প্রতি কেজি চাল ২ টাকা ১০ পয়সা এবং প্রতি কেজি গম ১ টাকা ৭৭ পয়সা দরে রেশন হিসেবে পান। তাহলে দেশের শ্রমজীবি,দরিদ্র,সীমিত আয়ের মানুষ এ দামে রেশন পাবেনা কেন?এক দেশে দুই আইন ও বৈষম্য কিভাবে চলতে পারে?তাই আসুন,সবার জন্য রেশনের দাবিতে রাজপথে সোচ্চার হই।’’

সমাবেশ শেষে  ২৮ মার্চ হরতালের সমর্থনে একটি   বিক্ষোভ মিছিল নগরীর অলংকার হতে সাগরিকা হয়ে সিডিএ বাজার মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

# ২৪/০৩/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #