চলমান সংবাদ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য গ্রেপ্তার, উগ্রবাদি বই-পুস্তক উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় সদস্যকে উগ্রবাদী লিফলেট ও বইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করতে আরো কয়েকজনের সঙ্গে বৈঠক করতে তারা সেখানে জড়ো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওমর ফারুক র‌্যাবকে জানায়, আনসার আল ইসলামের অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি, তামিম আল আদনানীর বয়ান শুনে, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। একপর্যায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর একজন সক্রিয় সদস্য হয়ে উগ্রপন্থি কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে। র‌্যাব সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী পোষ্ট, মোটিভেশনাল ভিডিও, সরকার বিরোধী পোষ্ট ইত্যাদির মাধ্যমেও তারা সংগঠনের প্রচার-প্রচারণা চালায়। গ্রেপ্তার ওমর ফারুক একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাসহ উগ্রবাদী প্রচার-প্রচারণা চালাতো। গত শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক(২২) নামে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদ বিষয়ক ১০ টি বই এবং ৫৩ টি লিফলেট পাওয়া যায়। গ্রেপ্তার ওমর ফারুক হাটহাজারীর তৈয়াবিয়া পাড়া এলাকার মো. জানে আলমের ছেলে। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, চট্টগ্রামের হাটহাজারী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদ পায় র‌্যাব। এর ভিত্তিতে র‌্যাব-৭’র জঙ্গি প্রতিরোধ সেল সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র‌্যাব জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন সক্রিয় উগ্রপন্থী সদস্য তাদের সংঘটনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করার জন্য হাটহাজারীতে জমায়েত হবে। এরই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ ওই এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে, জঙ্গি তৎপরতায় সক্রিয় থাকা এবং নাশকতা করার পরিকল্পনার বিষয়টি স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

# ১৯.০৩.২০২২ চট্টগ্রাম #