চলমান সংবাদ

নারীনেত্রী সঙ্গীতজ্ঞ কল্যাণী আলীর মৃত্যুতে সিপিবির শোক

নারীনেত্রী ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ কল্যাণী আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কল্যাণী আলী বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রাম নগরীর পাথরঘাটা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। সঙ্গীতজ্ঞ ওস্তাদ প্রয়াত শওকত আলী ছিলেন তার জীবনসঙ্গী। শোক বার্তায় সিপিবি নেতারা বলেন, কল্যাণী আলী আমৃত্যু প্রগতিশীল চেতনায় বিশ্বাসী ছিলেন। চট্টগ্রামে মহিলা পরিষদের গোড়াপত্তনের সময় যে কয়েকজন সংগ্রামী নারী অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে কল্যাণী আলী অন্যতম। বাম প্রগতিশীল রাজনীতির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। কল্যাণী আলী রাগপ্রধান গানের ওস্তাদ ছিলেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী বর্তমানে সঙ্গীত জগতের প্রতিষ্ঠিত শিল্পী। আমরা কল্যাণী আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

# ১৯/০৩/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #