চলমান সংবাদ

বাংলাদেশে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার

খালেদা জিয়া।
বিরোধীদল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে সরকারের নির্বাহী আদেশে তাঁর মুক্তির মেয়াদও ছয় মাস বাড়লো।

আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, বিদেশে যাওয়া যাবে না-আগের শর্ত অনুযায়ীই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি নেত্রীর পরিবারের পক্ষ থেকে মেয়াদ বাড়ানো এবং বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু বিদেশে চিকিৎসার অনুমতি না মেলায় মিসেস জিয়ার পরিবার হতাশা প্রকাশ করেছে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো এবার নিয়ে মোট পাঁচবার। দুর্নীতির দু’টি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীকে করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫শে মার্চ মুক্তি দেয়া হয়েছিল । এরপর দুই বছর ধরে দফায় দফায় তার সাজার মেয়াদ স্থগিত করা হয়।

প্রতিবারই দু’টি শর্ত ছিল – সে অনুযাযী মুক্ত থাকার সময় মিসেস জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এবারও তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে একই শর্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সূত্রঃ বিবিসি বাংলা