চলমান সংবাদ

চট্টগ্রামে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ১

 চট্টগ্রামে নারীর ব্যক্তিগত মুহূর্তের অশালীন ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. জাহেদ হোসেন শাকিল (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া থেকে তাকে গ্রেপ্তর করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুর আবছার। গ্রেপ্তার শাকিল চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বাকিলাবাজার এলাকার মৃত মো. ফারুকের ছেলে। র‌্যাব জানায়, চার বছর আগে ভুক্তভোগী তরুণী আর শাকিল একসাথে পড়াশোনা করতো। সে সুবাদে তারা একসাথে স্কুলে যাওয়া আসা করতো। এর মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফলে শাকিল প্রায়ই ভুক্তভোগী তরুণীর বাসার আশেপাশে ঘোরাফেরা করতো। এক পর্যায়ে বাথরুমের জানালা দিয়ে ভুক্তভোগীর গোসলের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর সাথে শারিরিক সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ২ জানুয়ারি শাকিল তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে। না গেলে ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে ওই তরুণী সম্মানের ভয়ে তার সাথে ঘুরতে যেতে বাধ্য হয়। ওইদিন পাহাড়তলী এলাকায় তার বন্ধু মামুনের ভাড়া বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সেই সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে শাকিল। পরে সেই ভিডিওর প্রচারের ভয় দেখিয়ে একাধিকবার সম্পর্ক তৈরি করে। এভাবে প্রতিনিয়ত ভিকটিমকে জিম্মি করে তার ব্যক্তিগত স্পর্শকাতর ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী তার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে শাকিল তার আত্মীয়স্বজনের কাছে কিছু ছবি পাঠিয়ে দেয়। গত ৩-৪ মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি শাকিল আবার তার স্বামীর ঘর ছাড়তে বলে অন্যথায় তার স্বামীর কাছে ভিডিও ছবি পাঠানোর হুমকি দেয়। এক পর্যায়ে ওই তরুণী পাহাড়তলী থানায় ও র‌্যাবের কাছে অভিযোগ করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুর আবছার বলেন, অভিযোগ পেয়ে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহেদ হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ঘটনার কথা স্বীকার করেন। এসময় তার কাছে থেকে ধর্ষণ করার স্ক্রিনশর্টের ৬ কপি আলামত জব্দ করা হয়। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
# ১৪.০৩.২০২২ চট্টগ্রাম #