চলমান সংবাদ

এক কোম্পানির প্যাকেটের উপরে অন্য কোম্পানির লেবেল গুণগত মান পরিবর্তন করে খাঁটি ওষুধ বলে ভেজাল ওষুধ বিক্রি

 চট্টগ্রামে দীর্ঘদিন ধরে এক কোম্পানির প্যাকেটের উপরে অন্য কোম্পানির লেবেল লাগিয়ে ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল একটি চক্র। তারা ওষুধ কোম্পানির নাম এবং গুণগত মান পরিবর্তন করে খাঁটি ওষুধ হিসেবে বিক্রি করে আসছিল। রোববার (১৩ মার্চ) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ৩ হাজার ৬৪১টি ভেজাল ওষুধসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আব্দুল আলী চৌধুরী (৩৫) ও লিটন দাস (৪৩)। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কোতোয়ালী থানাধীন জহুর শপিং সেন্টারের যমুনা মেডিসিন শপে ভেজাল ওষুধ বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। দোকান থেকে নিজ হাতে বের করে দেওয়া একাধিক কোম্পানির বিভিন্ন প্রকারের ৩ হাজার ৬৪১টি ভেজাল ওষুধ উদ্ধার করা হয়। তিনি জানান, ভেজাল ওষুধের মোড়কগুলোর মধ্য থেকে নমুনা হিসেবে কয়েকটি প্যাকেটের মোড়ক খুলে দেখা যায়, এক কোম্পানির প্যাকেটের উপরে অন্য কোম্পানির লেবেল লাগানো আছে। প্রাথমিক জিজ্ঞোসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ওষুধ কোম্পানির নাম এবং গুণগত মান পরিবর্তন করে খাঁটি ওষুধ হিসেবে বিক্রি করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। # ১৪.০৩.২০২২ চট্টগ্রাম #