চলমান সংবাদ

রাষ্ট্রপতির কাছে ভাইয়ের প্রাণভিক্ষ চেয়ে বোনের সংবাদ সম্মেলন

নগরীর আমবাগান এলাকায় শফি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শিপন হাওলাদারের প্রাণ ভিক্ষা চেয়ে গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন তার বড় বোন রেণু বেগম। রোববার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি এই আবেদন জানান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মামলার অধিকতর তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনেরও আবেদন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রেণু বেগম বলেন, ‘চলতি বছর গত ২ মার্চ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি আমার হাতে আসে। সেই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৮ মার্চ আমার ভাই শিপন হাওলাদারের ফাঁসির দন্ড কার্যাকরের সম্ভাব্য তারিখ। আমরা যেন ঐ তারিখের মধ্যে ভাইয়ের সাথে সাক্ষাত করি।’ তবে দন্ডপ্রাপ্ত আসামির সাজা কার্যাকরের সময় রয়েছে আর মাত্র দুইদিন। এমন অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা কতটুকু আশাব্যঞ্জক?-এমন প্রশ্নের জবাবে রেণু বেগম নিশ্চিত করেছেন যে, দন্ড প্রদান পরবর্তী সময়ে কারাগারে থাকা আমার ভাই শিপন হাওলাদারের ব্যক্তিগত পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হয়েছে। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে শিপন হাওলাদারের প্রাণভিক্ষাসহ মামলাটি অধিকতর তদন্তেরও আবেদন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে রেনু বেগমের ছেলে মো. সোহাগসহ শিপনের পরিবারের অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন।
# ০৬.০৩.২০২২ চট্টগ্রাম #