চোরাই মোটরসাইকেলের সূত্র ধরে ৪ বছরের হাজত পলাতক আসামিকে ধরলো পুলিশ
চট্টগ্রামের নগরের বাকলিয়া থানার মাদক মামলার আসামি মো. ইয়াছিন ওরফে শাকেরকে আদালতে সোপর্দ করা হয় ২০১৮ সালে। সকলের চোখকে ফাঁকি দিয়ে কোর্ট হাজতখানা থেকে পালিয়ে যায় সে। ছদ্মবেশে নগরের অলিগলিতে ঘুরে বেরালেও ৪ বছর পরে চোরাই মোটরসাইকেল চক্রকে ধরতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের কাজীর দেউরি মোড় এ্যাপোলো শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদক মামলায় মো. ইয়াছিনকে ২০১৮ সালে বিচারার্থে আদালতে সোপর্দ করা হলে সে কোর্ট হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর ৪ বছর ধরে সে নগরে ছদ্মবেশে নাম পরিবর্তন করে মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়ে। পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিল; যা বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন। কাজির দেউরি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার ধরতে গিয়ে হাজত পলাতক আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম মেট্টোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চোরাই মোটরসাইকেল ধরতে গিয়ে কাজির দেউরি মোড় থেকে ইয়াছিনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে এবং পুলিশের মামলা তালিকা দেখে আমরা বুঝতে পারি সে ২০১৮ সালের কোর্ট হাজত পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
# ১৩.০২.২০২২ চট্টগ্রাম #