শিল্প সাহিত্য

ও পরানের হিয়া

-রুখসানা বিলকিস

মনের দুয়ার খুইল্যা রাহো
ও পরানের হিয়া,
কিবা দোষে দিলা কপাট
আমায় বিদায় দিয়া।
খেতের আইলে খাড়াই থাকি
ঠাডা রৌদের মাঝে,
কুনহান দিয়া দুপুর গড়ায়
বৈকাল যায় সাঁঝে।
সেই যে কবে আইন্যা দিলা
একখান মোটা শাড়ি,
পিন্দুম সেই দিন যামু যেদিন
আমি তোমার বাড়ি।
তোমার লাগি বানাই থুইছি
নকশা করা কাঁথা,
শিমুল তুলার বালিশ আছে
শুইবা দিয়া মাথা।
ও গো আমার প্রাণের পাখি
দাও না কেন সাড়া,
আর কতকাল কড়া ধরি
দিমু আমি নাড়া।
খুইল্যা দাও দুয়ারখানি
আমার লক্ষী সোনা,

এত‌ই পর কি হ‌ইলাম আমি আর আমারে চাও না?