শিল্প সাহিত্য

মরণের মতো সুখ আসে

– লীলা বতী

যে শহরে বয়স্ক কাঠগোলাপ মৃত আজ,
সেখানে বৃষ্টি হয়না,
খুব শীতে আদর দেয়না মিস্টি রোদ।
তবুও এখানে ঠোঙাতে বিক্রি হয় আদর,
গোলাপের লাল রঙে গাঢ় হয় প্রেম,
কে জানে কতকাল এখানে সূর্য ওঠেনি,
মানুষ জন্মান্ধ কতকালব্যাপী?
শ্লথপায়ে যে গাভী পার হয়,
মোমেনশাহীর ব্যস্ত রাস্তা,
তাদের বুকে ব্যাকুলতা,
কি যেন হারিয়ে ফেলেছে তারা।
ছোটোবড় যানবাহন যে ধোঁয়া ছড়ায়,
অস্পষ্ট অক্ষরে তারাও লেখে তার ই নাম,
আমি বলেছিলাম,নিশ্চিত গন্তব্যের কথা,
এবং একটি অবধারিত সুখের গল্প,
অপেক্ষা করতে শিখে গেলে,
মৃত্যুর মতোন নিশ্চিত, সুখ আসে,
অতৃপ্ত ভ্রমর,মেঘমালা সকলেই জানে,
দুঃখ অথবা প্রেম নয়,
মরণের মতো সুখ ও আসে।।