চলমান সংবাদ

চট্টগ্রাম রেলস্টেশনে ময়লা দেখে রেগে আগুন মন্ত্রী, দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ

চট্টগ্রাম রেলস্টেশনের পেছনের পার্কিংয়ে ময়লা ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এসময় তিনি চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক শামস তুষার ও চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে সাময়িক বহিষ্কারের মৌখিক নির্দেশ দিয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের বহুতল ভবন নির্মাণের স্থান পরিদর্শনে আসলে এ ঘটনা ঘটে। সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত এক রেলওয়ে কর্মকর্তা। এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ফোনকল রিসিভ করেননি ডিআরিএম তারেক শামস তুষার। অন্যদিকে রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘পার্কিংয়ের ওদিকে অপরিষ্কার দেখে মন্ত্রী মহোদয় রাগারাগি করেছেন। কিন্তু স্টেশন বাউন্ডারির মধ্যে সবকিছু পরিস্কার ছিল।
# ০৫.০২.২০২২ চট্টগ্রাম #