চলমান সংবাদ

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে আমেরিকা-রাশিয়া মুখোমুখী

গত সোমবার ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাস্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন যে, সাম্প্রতিক সময়ে গত কয়েক দশকের মধ্যে ইউরোপে রাশিয়ান সৈন্যদের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। তার মতে, যদি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় এর পরিণতি হবে ভয়াবহ। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে উন্মাদনা উসকে দেওয়ার এবং রাশিয়ার আভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের অভিযোগ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে চলেছে এমন অভিযেগের পক্ষে কিছু প্রমান সরবরাহ করার দাবি জানান। রাশিয়ান রাষ্ট্রদূত জিজ্ঞাসা করলেন, রুশ-ইউক্রেনীয় সীমান্তে অবস্থানরত এক লক্ষ সেনার সংখ্যা কোথা থেকে এসেছে? আমরা কী কোথাও এমন সংখ্যার উল্লেখ করেছি? এসবই বানোয়াট, মনগড়া। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় যে বিরোধের উদ্ভব হয়েছিল সে বিষয়ে মন্তব্য করে পরে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা নিজের চোখে যা দেখেছে তা-ই জানে।
—— প্রগতির যাত্রী আন্তর্জাতিক ডেস্ক