চলমান সংবাদ

ইংরেজি সাইনবোর্ডে কালো কালি, জরিমানাও করছে চসিক

 নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি অক্ষরের সাইনবোর্ডে কালো কালি দিয়ে মুছে দেযার পাশপাশি জরিমানাও করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক। বুধবার (২ ফেব্রুয়ারি) নগরের ওয়াসা মোড় থেকে সিডিএ অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় ইংরেজি অক্ষরের সাইনবোর্ড ঝুলানোয় ১২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চসিক ভ্রম্যমাণ আদালত। এসময় জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডের ইংরেজি লিখা কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়। চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর এ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি জানান, সাইনবোর্ডে বাংলা লিখার যে বাধ্যবাধকতা রয়েছে। তা না মেনে অনেকেই ইংরেজিতে লিখে সাইনবোর্ড দিয়েছে। জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে নগরের আগ্রাবাদ জাম্বুরী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন চসিক’র স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় ওই এলাকার কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে লাকি প্লাজার মোড় পর্যন্ত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এতে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। # ০২.০২.২০২২ চট্টগ্রাম #