চলমান সংবাদ

খেলাঘরের উদ্যোগে মাদক বিরোধী সুজন মোল্লা দিবস পালিত

শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে মাদক বিরোধী শহীদ সুজন মোল্লা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর বৌদ্ধ মন্দির সড়ক সংলগ্ন সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২২ বছর আগে মাদক বিরোধী আন্দোলনে মাদক ব্যবসায়ীদের গুলিতে নিহত সুজন মোল্লা হত্যার বিচার দাবি করেন। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতিঅধ্যাপিকা রোজী সেন’র সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ১৯৯৯ সালের এই দিনে মাদক বিরোধী প্রচারনার সময়ে টাউন হলের সামনে এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে গিয়ে খেলাঘরকর্মী জাকারিয়া হোসেন সুজন মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছিল। দীর্ঘ সময় কেটে গেলেও এর সুষ্ঠু বিচার এখনো হয়নি। খেলাঘর নেতৃবৃন্দ অভিলম্বে সুজন মোল্লা হত্যা মামলা পুন:তদন্ত করে দ্রুত প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া বক্তারা সমাজে মাদকাসক্ত ক্রমশ বৃদ্ধি পাওয়া, নতুন নতুন মাদকের প্রচলন ও সহজলভ্যতার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। নতুন প্রজন্ম রক্ষায় আসরসমূহে মাদক বিরোধী জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, চট্টগ্রাম মাহানগর সাধারণ সম্পাদক এএসএম জাহিদ হোসেন, প্রকৌশলী প্রকাশ ঘোষ, বিশ্বজিৎ বসু, আবু হাসনাত চৌধুরী ও রবি শংকর সেন নিশান।
# ২০.০১.২০২২ চট্টগ্রাম #