চলমান সংবাদ

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত হাজার ছুঁইছুঁই

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার প্রতিদিন বাড়ছে। ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। সরকারি হিসেবে চট্টগ্রামে একদিনেই করোনা শনাক্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ শতাংশ। অথচ নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) চট্টগ্রামে করোনা শনাক্ত হয় ৯ জনের। সেদিন শনাক্তের হার ছিল ০.৬০ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে তিন হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৮২৯ জন নগরের ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৮ হাজার ২৬৭ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৯ হাজার ১৭৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৪১ জন। এতে শহরের বাসিন্দা ৭২৭ জন ও গ্রামের ৬১৪ জন। বুধবার ৯৪৯ জন করোনা শনাক্তের আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। সোমবার ৭৪২ জন, রোববার শনাক্ত হয়েছিল ৫৫০ জন নতুন রোগী। শুধুমাত্র জানুয়ারি মাসের প্রথম ১৯ দিনে করোনা শনাক্ত ৫ হাজারের কাছাকাছি। এর আগের তিনমাসে এতো রোগী শনাক্ত হয়নি। চিকিৎসকরা সন্দেহ করছেন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণ বাড়ছে। প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টও সক্রিয় রয়েছে।
# ১৯.০১.২০২২ চট্টগ্রাম #