চলমান সংবাদ

হত্যার সাত বছর পর মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যাকান্ডের প্রায় সাত বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চাঞ্চল্যকর ওই হত্যা মামলার রায় ঘোষণার জন্য ১১ জানুয়ারি আদালতে সময় নির্ধারিত আছে। রোববার (২ জানুয়ারি) রাতে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস সড়ক থেকে র‌্যাবের একটি টিম আসামিকে গ্রেপ্তার করে। রাঙ্গুনিয়া থানার জিল্লুর ভান্ডারী হত্যা মামলার আসামি গ্রেপ্তারকৃত কিলার রমিজ উদ্দিন রঞ্জুর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ আরও পাঁচটি মামলা আছে। র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া থানার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে কিছু দুষ্কৃতকারী জিল্লুর ভান্ডারীকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ভান্ডারীর ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৮(১)১৫, দায়রা মামলা নম্বর-২১৬৪/১৭ এবং জিআর নম্বর-০৮/১৫। এ মামলায় ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১১ জানুয়ারি এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত আছে। র‌্যাব-৭’র অধিনায়ক এমএ ইউসুফ জানান, জিল্লুর ভান্ডারি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রমিজ। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। আধুনিক তথ্যপ্রযুুক্তি ব্যবহার করে রোববার (২ জানুয়ারি) রাত ১১ টার দিকে রাঙ্গুনিয়া থানার জিল্লুর ভান্ডারী হত্যা মামলার আসামি রমিজ উদ্দিন রঞ্জুকে পটিয়া বাইপাস মোড় থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রঞ্জু হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি এবং রাঙামাটি জেলার কোতোয়ালী থানায় ১টি মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

# ০৩.০১.২০২২ চট্টগ্রাম #